ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ, ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।
২০২৪ সালের ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর সময় ঢাকার ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত একটি ঘটনায় এ মামলা করা হয়। মামলার বাদী এনামুল হক অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ২৮৩ জন সদস্য ছাড়াও অজ্ঞাত তিন-চার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলার অংশ হিসেবে এসব তারকাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, নুসরাত ফারিয়াসহ একাধিক শিল্পী ওই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আর্থিক ও সাংস্কৃতিক প্রভাব ব্যবহার করে আন্দোলন দমনের সহায়তা করেছেন। এ কারণে তাদেরও হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রে যুক্ত করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিনেত্রীদের মধ্যে রয়েছেন—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, সুবর্ণা মুস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি এবং নিপুণ আক্তার। অভিনেতাদের মধ্যে রয়েছেন সাইমন সাদিক, জায়েদ খান ও আজিজুল হাকিমসহ আরও কয়েকজন।
ভাটারা থানার ওসি জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং পুলিশের কাছে এটি তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মামলাটি ঘিরে ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।