জয়পুরহাটের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় সয়াবিন তেল পরিবহনের সময় চালক ও সহকারীকে ময়লার ভাগারে ফেলে সয়াবিন তেল ভর্তি ট্রাক লুট করেছে ডাকাতদল।সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় স্থানীয়রা ধানক্ষেতের পাশে ভাগারের স্তুপের নিচে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত চালক আব্দুল মালেক (৪৫) রংপুর সদর উপজেলার বাবুগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং সহকারী নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
প্রত্যক্ষদর্শী, আহত চালক-সহকারী ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার (২৭ এপ্রিল) দিনের বেলায় চট্টগ্রাম থেকে সয়াবিন তেল লোড করে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক ও সহকারী। ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে যাওয়ার পথে রোববার দিবাগত রাত তিনটার দিকে তারা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান ব্রীজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাকে আসা ১৫-২০ জনের একদল ডাকাত তাদের গতিরোধ করে।
ডাকাতরা সয়াবিন তেল ভর্তি ট্রাকে উঠে চালক ও সহকারীকে মারধর করে এবং তাদের নিজেদের সঙ্গে থাকা আরেকটি ট্রাকে তুলে হাত-পা বেঁধে পেছনে ফেলে রাখে। পরে ডাকাতদল দুটি ট্রাক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রংপুরের দিকে রওনা দেয়। পথিমধ্যে মোকামতলা এলাকায় এসে তারা রাস্তা পরিবর্তন করে জয়পুরহাটের দিকে চলে আসে।
এরপর কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় এসে ডাকাতদল সয়াবিন তেল ভর্তি ট্রাকের চালক ও সহকারীকে পৌরসভার ভাগারের স্তুপের নিচে ধানক্ষেতে ফেলে রেখে যায়। তাদের হাত-পা বাঁধা এবং মুখে টেপ লাগানো ছিল।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সড়াইল মহল্লার কৃষক খলিলুর রহমান ধানক্ষেতে কাজ করতে গিয়ে কাঁদা-পানির মধ্যে দুজনকে পড়ে থাকতে দেখে প্রথমে মনে করেন দুটি লাশ পড়ে আছে। পরে নড়াচড়া দেখে তিনি ভয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে কালাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালক ও সহকারীকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন চালক আব্দুল মালেক বলেন, ডাকাতরা আমাদের মারধর করে ভাগারের নিচে ফেলে সয়াবিন তেল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে গেছে। রাত তিনটা থেকে আমরা দুজনে কাঁদার মধ্যে পড়ে ছিলাম। মুখে টেপ থাকায় আমরা চিৎকারও করতে পারিনি। অনেককেই ধানক্ষেতের আইলে যেতে দেখেছি, কিন্তু কিছু বলতে পারিনি।”
কৃষক খলিলুর রহমান বলেন, বিকেলে ধানক্ষেতে গিয়ে কাঁদা-পানিতে দুজনকে পড়ে থাকতে দেখে প্রথমে মনে করেছিলাম দুটি লাশ পড়ে আছে। পরে তাদের নড়াচড়া দেখে ভয়ে ৯৯৯-এ কল দিয়ে জানাই। পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।