দীপ্র জয়, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি :
সমিতির বিভিন্ন কার্যক্রমে অবৈধভাবে বাধা দেওয়া, বল প্রয়োগ করা ও নারী সদস্যদের হেনস্থাসহ একাধিক অভিযোগ এনে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি(কনকসাস) থেকে পদত্যাগের হিড়িক পড়েছে।
সমিতির ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করেন এবং সদস্য প্রত্যাশী ৫ সদস্য অভিযোগ এনে আবেদনকৃত সদস্যপদ পত্যাহার কররেন।
পদত্যাগকারী ১২ সদস্য হলেন,আহ্বায়ক কমিটির সদস্য সচিব শ্রাবণী কবির এ্যামি, যুগ্ন আহ্বায়ক সুদেব রায় ও জুবাইর হোসেন সজল এবং সদস্যরা হলেন সুমাইয়া আক্তার মিতু, পৃথিলা দাস,মো: রনি মিয়া, মো: রাজিবিল্লাহ,স্বর্ণা সূত্রধর দিপীকা,লোকনাথ ঘোষ,শেখআতিকুর রহমান সালমান, গোলাম শাহরিয়ার অমি,মোছা: সানজিদা খাতুন ইমু। অভিযোগ এনে আবেদনকৃত সদস্যপদ প্রত্যাহার করেন কাবা কাকলী,সেতু রানী,তাইবুর রহমান তানবীর, দীপ্র জয়, রচনা আক্তার।
সদস্যপদ প্রত্যাহারকারীরা অভিযোগ করেন, সমিতির বিভিন্ন কার্যক্রমে অবৈধভাবে বাঁধা দেওয়া, বল প্রয়োগ করা ও নারী সদস্যদের হেনস্থা করা। ভিন্নমত পোষণকারীদের কঠোর হস্তে দমন করা, ট্যাগিং, বুলিংয়ের স্বীকার করা। বৈষম্য বিরোধী আন্দোলনের পর মামলা বাণিজ্যের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে টাকা দাবি করা।
উল্লেখ্য, সদস্যদের পদত্যাগ রোধে আহবায়ক কমিটি গতকাল জরুরি সভার মাধ্যমে অভিযুক্ত এখন টেলিভিশনের রিপোর্টার বাইজিদ সা’দকে অব্যবহিত দিয়েছে।