ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
ওসমানীনগরের মাদারবাজার হাজী মো: ছাইম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটি আওয়ামীলীগ নেতা-কর্মী দিয়ে গঠন ও দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনে নিয়মবর্হিভূতভাবে দোকান ঘর ইজারার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গতকাল সোমবার সকালে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ই্উনিয়নের মাদারবাজার নবগ্রাম হাজি মো. ছাইম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান সম্প্রতি নিজের পছন্দের আওয়ামীলীগ নেতা-কর্মী দিয়ে স্থানীয় অধিকাংশ মানুষকে না জানিয়ে গোপনে পছন্দের লোক দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি করেন। তিনি আওয়ামীলীগ নেতা সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা শ্যামল সোমকে সভাপতি উছমানপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটির সদস্য দবির আলম কে অভিবাক সদস্য, যুবলীগের সদস্য জুবায়ের খান ও আওয়ামীলীগপন্থী শিক্ষক গৌতম দাস ও আজাদুর রহমান আজাদকে কমিটিতে রাখেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে অভিবাবক ও এলাকার শিক্ষানুরাগীসহ সর্বস্থরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকাবাসীর পক্ষে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও উসমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর সাইস্তা মিয়া, জামায়াত নেতা আব্দুল মোত্তালিব ও ওয়াদুদ আল হকসহ ১৭জনের স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়, আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের নিয়ে বিদ্যালয়ের ভবনে দোকান ঘর তৈরী করে নিয়ম বর্হিভূতভাবে ইজারার দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এ কারণেই তিনি আওয়ামীলীগের নেতা-কর্মী দিয়ে বিদ্যালয়ের কমিটি গঠন করেছেন।
উসমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর সাইস্তা মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতা-কর্মী দিয়ে বিদ্যালয়ের কমিটি এলাকার কেউ মানবে না। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে আওয়ামীলীগপন্থী শিক্ষক ও নেতারা মিলে বিদ্যালয়ের ভবনে দোকান ঘর নিয়ম বর্হিভূতভাবে তৈরী করে বড় অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা অভিযোগ দিয়েছি এর সঠিক তদন্ত চাই।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে গঠিত কমিটির কার্যক্রম স্থগিত হয়েছে। আওয়ামীলীগ নেতা-কর্মী দিয়ে কমিটি গঠন হয় নি। বিদ্যালয় ভবনের দোকান ঘর লিজ আমার কোনো আত্মীয়-স্বজনকে দেই নি।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জয়নাল আবেদীন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষা মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারি করে বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যক্রম স্থগিত করছে। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখব।
আতাউর রহমান কাওছার