সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় দায়ের হওয়া মানব পাচার মামলার প্রধান আসামি সরফ উদ্দিন নবাবকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব সূত্রে জানা গেছে,সরফ উদ্দিন নবাব ও তার সহযোগীরা বড়লেখা থানার ডিমাই গ্রামের দুই বাসিন্দা আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে। পরে তাদের হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার পর ভুক্তভোগীদের পরিবার আইনের আশ্রয় নেয় এবং র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,গত ২৬ এপ্রিল রাত ১০টা ৩০ মিনিটে বড়লেখার ডিমাই বাজারে নবাবের নিজস্ব ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বড়লেখা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ সালের ৬/৭/৮ ধারায় মামলা (মামলা নং-০৪/৬২, তারিখ-০৬/০৪/২০২৫) দায়ের ছিল।
গ্রেফতারকৃত সরফ উদ্দিন নবাব (৪০) বড়লেখার কেছরীগুল গ্রামের সজ্জাদ আলীর পুত্র।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নবাবকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে,এই চক্রের বাকি সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শাহদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।