সিলেট
মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিশু কন্যাকে অপহরণের পর বন্ধুর বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক অপহরণকারি ও ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করে উপজেলার রসুলপুর গ্রাম থেকে।
গ্রেফতার সাইফুল উপজেলার ফেনারবাক ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিদ উল্লাহর ছেলে। সাইফুলের ঘরে স্ত্রী ও সন্তান রয়েছে।
শনিবার বিকেলে ভিকটিমের পারিবারীক সুত্রে জানা যায়, প্রত্যন্ত গ্রাম থেকে এসে পরিবারের সাথে থেকে জামালগঞ্জ উপজেলা সদরে বাসা ভাড়া নিয়ে মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিলো ১৩ বছর বয়সি এক শিশু কন্যা।
গেল ২৪ এপ্রিল জামালগঞ্জ থেকে গ্রামের বাড়ি যাবার পথে শাহপুর পয়েন্ট থেকে ওই শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যায় রসুলপুর গ্রামের সাইফুল ও তার সহযোগিরা।
অপহরণের পর রাতভর উপজেলার কলকতখাঁ গ্রামে বন্ধু বদরুলের বাড়িতে আটকে রেখে জোরপুর্বক ওই শিশু কন্যাকে ধর্ষণ করে সাইফুল। পরদিন ওই শিশু কন্যাকে নিয়ে নিজ বাড়ি রসুলপুর ফিরলে শনিবার ভোররাতে জামালগঞ্জ থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করে।
জামালগঞ্জ থানার মামলার তদন্তাকারি অফিসার এসআই সিদ্দিক আহম্মেদ বাবুল জানান, ভিকটিমের পরিবার শনিবার মামলা দায়ের করায় ওই মামলায় সাইফুলকে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাসেবা ও পরীক্ষা নিরিক্ষার জন্য নেয়া হয়েছে বলে জানান এসআই বাবুল।
প্রবণতা
- চলতি মাসেই দেশে ফিরছেন খালেদা জিয়া
- শেরপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে নতুন আচরণবিধি: প্রার্থিতা বাতিল ও জরিমানা
- রাষ্ট্রের প্রতিনিধিদের শেরে বাংলার মাজারে না যাওয়া দুঃখজনক: মোঃ মঞ্জুর হোসেন ঈসা
- গোসল করতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪
- নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদ মোহাম্মদ কারাগারে আয়েশী জীবন
- সন্ত্রাসী কবির-মুসার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা
- কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়ি চালিয়ে হামলা, নিহত একাধিক