বরিশাল) প্রতিনিধি:
বাকেগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহ নির্মাণে বাঁধা ও সন্ত্রাসী হামলায় ৫ জন আহত হয়েছে। এতে আবুল হোসেন খান (৪৫), ফিরোজ হাওলাদার (৬০), পারুল বেগম (৫৫), হাসিনা বেগম (৫৫) ও জসিম মাঝি (৪৫)। এ ঘটনায় আহত আবুল হোসেন খান বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
২৫/৪/২০২৫ ইং শুক্রবার সকালে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম গ্রামে অনুমান সাড়ে ৮ টার সময় এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম গ্রামের মোঃ দুলাল হাওলাদারের পুত্র মোঃ জহিরুল ইসলাম ও মোঃ আলতাফ খানের পুত্র আহাদ খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। আবুল হোসেন খান শুক্রবার সকাল সাড়ে ৮ টার সময় তার ভোগদখলীয় জমিতে গৃহ নির্মাণ করতে জহিরুল ইসলাম খান, রাহাদ খান, শফিকুল হাওলাদার, বজলু হাওলাদার, দুলাল হাওলাদার, আলতাফ খান, আনসার খান মতিউর রহমান খান, মোঃ নূর জামাল খান ও আরজ আলী খানসহ ১০-১২ জন ধারালো দা ও লাঠিসোঠা নিয়ে হামলা করে তাকে পিটিয়ে নীলা, ফুলা ও বেদনাদায়ক জখম করে। এসময় তার ডাক চিৎকার শুনে বাঁচাতে গেলে হামলাকারীরা ফিরোজ হাওলাদার, পারুল বেগম, হাসিনা বেগম ও জসিম মাঝিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা নগদ ৫০ হাজার টাকা সহ ১ লক্ষ ২০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। হামলাকারী আলতাফ খান ও আনসার খান পারুল বেগম হাসিনা বেগমের পরিধেয় কাপড় টানাহেচরা করিয়া শ্লীলতাহানি ঘটায়।
আহত আবুল হোসেন খান সাংবাদিকদের বলেন, এই ঘটনা নিয়ে থানায় কোন মামলা-মোকদ্দমা দায়ের করিলে হামলাকারীরা তাকে খুন করিবে ও মিথ্যা মামলা দিবে বলে হুমকি দেয়।তিনি ও তার পরিবার ফের হামলার আশঙ্কায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ বিষয় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।
মোঃ জাহিদুল ইসলাম
বরিশাল প্রতিনিধি