স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের আইটি ভিত্তিক শিক্ষা উপকরণ বিতরণ ২৩শে এপ্রিল ১১ ঘটিকা উপজেলা মিনি অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসক মনিরা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দেখা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ওউপজেলা প্রশাসক মনিরা খাতুনের সভাপতিত্বে ওউপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানের উপস্থিতিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান উপস্থিতিতে গোলাপ খার ডাংগি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হুকুম আলী চৌকদার সরকারী বিদ্যালয় সনি টিভি বিতরণ করা হয়। চর সালেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চর কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকওভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের মাধ্যমে প্রজেক্টর ও প্রিন্টার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ইয়াহিয়া মাহমুদ। জাইকার অফিসার মনজুর সমাজ,চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিলাল হোসেন। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। এছাড়াও বাংলাদেশ প্রেস ক্লাব চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। সাংবাদিক মেজবাহউদ্দিন ।