মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হলেন সাবেক ছাত্রনেতা মো: মাসুদ রানা।
২৩ এপ্রিল (বুধবার) তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কবিরহাট উপজেলার সমবায় কর্মকর্তা নূর মোহাম্মদ , সদস্য মো কামাল হোসেন চৌধুরী ও সুদেব কুমার রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভাপতি পদে আর কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় সাবেক ছাত্রনেতা ও মির্জাপুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মো মাসুদ রানাকে বিজয়ী ঘোষনা করা হয়।
এছাড়া ছয়ানি টবগা কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মোজাম্মেল হোসেন ভূঁইয়া লোল্টুকে সহ-সভাপতি, উত্তর রাজ্জাকপুর কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি হোসেন তানভীর ও পশ্চিম নোয়াখলা বিত্তহীন সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধ ফরহাদ মোজহার কে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।