কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও উন্নয়নে মৌলভীবাজারের কমলগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে বুধবার (২৩ এপ্রিল) ডোনার ম্যাপিং সভা অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত শিশুদের টেকসই উন্নয়নে দাতা সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা এবং নতুন সহযোগিতার পথ উন্মোচন করা ছিলো এ সভার মূল লক্ষ্য। সংস্থার মৌলভীবাজার সিডিসির চেয়ারপার্সন বিলকিস বেগমের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সোহেনা বেগমের সঞ্চালনায় এতে উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে গুড নেইবারস বাংলাদেশ-এর বহুমুখী কার্যক্রম উপস্থাপন করেন। তিনি আন্তর্জাতিক স্পনসরদে সহায়তায় গুড নেইবারস এর শিক্ষা সামগ্রী বিতরণ , মা ও শিশুদের স্বাস্থ্যসেবা,সচেতনতামূলক কার্যক্রম: শিশু সুরক্ষা, বাল্যবিয়ে রোধ, নারী অধিকার, স্বাস্থ্যবিধি ও সামাজিক সচেতনতামূলক প্রচার-প্রচারণা,বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম,ICT প্রশিক্ষণ কেন্দ্রে কিশোর-কিশোরীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা, শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে পুরস্কার ও সহায়তা ক্ষুদ্রঋণ ও আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে পরিবারকে স্বনির্ভর করে তোলার বিষয়ে সংস্থার নানা কার্যক্রম তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আনোয়ার হোসেন বাবু, সাংবাদিক শাব্বির এলাহী,নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, আল ফালাহ ইসলামী সোসাইটির সভাপতি মাও খালেদ আহমেদ শাওক্বী, বন্ধন একটি সামাজিক সেবামূলক সংগঠনের সভাপতি তারক পাটোয়ারী, একতা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মহিন আহমেদ, আলোর পথিক সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সাহেদ আহমদ, জালালিয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি সালেহ আহমদ, আন নুর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাও নোমান আহমদ, পাঞ্জেরী উইথ ক্লাবের প্রতিনিধি আব্দুল গনি, ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কামরুজ্জামান, সৃজনে মননে কমলগঞ্জের প্রতিনিধি ইয়াজউদ্দিন, শিক্ষক সৈয়দ আনিসুজ্জামান মিজান প্রমুখ। সভায় সাংবাদিক শাব্বির এলাহী, আব্দুস সালাম ও রাসেল হাসান বক্ত কয়েকজন শিশুর স্পনসর করতে আগ্রহ প্রকাশ করেছেন।
শাব্বির এলাহী, কমলগঞ্জ