ভারতের বিতর্কিত যোগগুরু ও পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা বাবা রামদেব সম্প্রতি দিল্লির একটি আদালতে জানান, তিনি তাঁর প্রতিষ্ঠানের তৈরি একটি পানীয়ের প্রচারে ব্যবহৃত বিতর্কিত ভিডিওটি সরিয়ে নেবেন। আদালত তাঁর তৈরি ওই বিজ্ঞাপনকে ‘ন্যায়সঙ্গত নয়’ এবং ‘অসমর্থনযোগ্য’ বলে মন্তব্য করেছে।
এই বিজ্ঞাপনটি রামদেবের প্রতিষ্ঠান পতঞ্জলির একটি মিষ্টি পানীয় প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ভিডিওতে সরাসরি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করলেও তিনি দাবি করেন, কিছু ব্র্যান্ড তাদের আয় থেকে মসজিদ ও মাদ্রাসা নির্মাণে অর্থায়ন করে থাকে। যদিও স্পষ্টভাবে কোনো নাম বলা হয়নি, তবে বক্তব্যের ধারা থেকে ধারণা করা যায় যে, তিনি জনপ্রিয় পানীয় রুহ আফজার দিকেই ইঙ্গিত করেছেন—যা হামদর্দ ল্যাবরেটরিজ নামে একটি ইসলামিক দাতব্য সংস্থা শত বছরের বেশি সময় ধরে তৈরি করে আসছে।
এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। হামদর্দ ল্যাবরেটরিজ এ বিষয়ে আদালতের দ্বারস্থ হয় এবং বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার দাবিতে মামলা করে। আদালতে মামলার শুনানিতে বিচারপতি অমিত বানসাল বলেন, রামদেবের বক্তব্য আদালতের বিবেককে নাড়া দিয়েছে এবং এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আদালত তাঁকে পাঁচ দিনের মধ্যে একটি হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে, যেখানে তাকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে তিনি আর এ ধরনের কোনো বক্তব্য বা প্রচার চালাবেন না।
‘লাইভ ল’ নামের একটি আইন বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আদালত রামদেবের বিতর্কিত মন্তব্যে সামাজিক বিভাজনের ইঙ্গিত দেখতে পেয়েছে। হামদর্দের আইনজীবী মুকুল রোহাতগি রামদেবের ভিডিওকে ‘বিদ্বেষমূলক বক্তব্য’ হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি কেবল প্রতিদ্বন্দ্বী পণ্যের সমালোচনা নয়, বরং এটি সাম্প্রদায়িক বিভাজনকেই উসকে দেয়।
তবে রামদেব ও পতঞ্জলির পক্ষের আইনজীবী রাজীব নায়ার আদালতে জানান, তাঁর মক্কেল কোনো ধর্মের বিপক্ষে নন এবং বিতর্কিত ভিডিওটি সরিয়ে নেওয়া হবে।
এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১ মে।