মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। একইসাথে কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার রোটারি ক্লাব অব ইলসান জাইয়ুরু এবং বাংলাদেশের রোটারি ক্লাব অব রমনা-এর যৌথ অর্থায়নে স্থাপিত এ ল্যাবটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির কলেজ শাখার প্রতিষ্ঠাতা ড. রেজাউল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ইলসান জাইয়ুরুর রোটারিয়ান দে এব কিম, রোটারিয়ান ইয়াং জে ইউন, রোটারিয়ান হাই ইউন জং, রোটারিয়ান ইয়ং ই ই, ও রোটারিয়ান. জং-ইয়ং কিম, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রমনা বাংলাদেশের রোটারিয়ান সদস্যবৃন্দ, স্কুল ও কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। ল্যাব উদ্বোধনের পর কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এ সময় রোটারি ক্লাব অব ইলসান জাইয়ুরুর পক্ষ থেকে জানানো হয়, “পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত অগ্রগতির জন্য আমরা একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করেছি। চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের একটি বন্ধন তৈরি হলো। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কলেজের বিজ্ঞান বিভাগের কৃতী শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দ. কোরিয়ার উন্নত প্রযুক্তি আমাদের ল্যাবে স্থাপনের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির দিক দিয়ে বেশ এগিয়ে যেতে পারবো। এ ছাড়া একটি আন্তর্জাতিক মানের পুরস্কার পেয়ে আমি আনন্দিত। এই অর্জন আমাকে প্রেরণা জোগাবে।
অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল বলেন, আমাদের স্কুল ও কলেজে প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য যে ল্যাবটি ছিল তা পর্যাপ্ত নয়। দ. কোরিয়ান রোটারি ক্লাব অফ ইলসান জায়ূরু এবং রোটারি ক্লাব অব রমনা বাংলাদের রোটারিয়ানদের পৃষ্ঠপোষকতায় নতুন রূপ পেয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
অনুষ্ঠানে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় গাওয়া হয় বাংলাদেশের ও দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত। এই হৃদয়ছোঁয়া আয়োজনটি উপস্থিত অতিথিদের মনে গভীর ছাপ ফেলেছে।