সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রæত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধের সময় সেনাবাহিনীর সদস্য কর্তৃক লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে ও মেডিকেল কলেজে নিয়মিত ক্লাস চালুসহ তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সুশাসনের জন্য নাগরিক( সুজন) এর সহ-সভাপতি শাহিনা চৌধুরী রুবির সভাপতিত্বে ও সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একে এম আবু নাছার,সুনামগঞ্জ জেলা হাওর বাচাঁও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বহলুল,জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ মণির উদ্দিন,সাংবাদিক পঙকজ কান্তি দে,সাংবাদিক এড. মহসিন রেজা মানিক,হাওর বাচাঁ আন্দোলনের সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল হক
মিলন,জেলা এলডিপির সাধারন সম্পাদক শেখ এমদাদু,সাংবাদিক দিলাল আহমেদ,সুশাসনের জন্য নাগরিক সুজনের সদর উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক আশরাফ আলী,সুনামগঞ্জ সরকারী কলেজ শিক্ষার্থী বাকি বিল্লাহ ও এস এম মারুফ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,রাজনীতিবিদ সিরাজুল ইসলাম পলাশ,সাংবাদিক আমিনুল হক,হেলিনা আক্তার,ইউপি চেয়ারম্যান মাইদুল হক মামুন,প্রভাষক শাহিনুল ইসলাম,মানিক উল্ল্যাহ,দেশ টিভির সাংবাদিক কর্ণবাবু দাস।
বক্তারা বলেন,সুনামগঞ্জের মদনপুরে অবস্থিত সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও কলেজ হাসপাতালটি দ্রæত চালুসহ শিক্ষার্থীদের রবিবার সকালে অবরোধ চলাকালে সেনাবাহিনী সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান।