এস.কে রাসেল, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধ :
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের উলাইল এলাকার উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়র একমাত্র খেলার মাঠ দীর্ঘ চার বছর ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের দখলে রয়েছে ।
স্থানীয় এলাকাবাসী মাঠ উদ্ধার করার জন্য মানববন্ধন করে, ব্যাপারটা সাংবাদিকরা জানতে পেয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করে,সংবাদ প্রকাশের একদিন পরেই দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়া নূরেন, সরজমিনে গিয়ে মাঠ পরিদর্শন করে ঠিকাদার প্রতিষ্ঠানকে ১৫ দিনের ভিতরে মাঠের সব মালামাল সরিয়ে সরিয়ে নিতে বলে ও আজকে থেকে মাঠ সংস্কারের কাজ শুরু করতে বলে।
উলাইল গ্রামের মোঃ আসলাম মিয়া বলেন , ঠিকাদার প্রতিষ্ঠান অবৈধভাবে আমাদের এই মাঠকে চার বছর যাবৎ দখল করে রেখেছে গত ১৫-০৪-২৫ ইং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ ও এলাকাবাসী মিলে একটি মানববন্ধন করি ও সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ প্রকাশ করার পর আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের মাঠ পরিদর্শন করে মাঠ সংস্কারের কাজ শুরু করে দেয়
তার জন্য আমাদের এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিক ভাইয়েদের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ জানায়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহেন নুরেন জানান, আজকে সকালে আমি মাঠ পরিদর্শন করি ও ঠিকাদার প্রতিষ্ঠানকে ১৫ দিনের ভিতরে তাদের মালামাল সব সরিয়ে নিতে বলি মাঠ সংস্কার কাজ শুরু করে দিতে বলি।