নিজস্ব ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর :
জেলার আলফাডাঙ্গা উপজেলার ইশা পাশা গ্রামে গতরাত আনুমানিক 3:00 টার সময় নিজ ঘরে হামলার শিকার হন আলফাডাঙ্গা পৌর কৃষক দল নেতা ওবায়দুর রহমান ওবাদ, এলাকাবাসী ও বিশ্বস্ত সূত্রে জানা যায় ওবায়দুর রহমান ও বাদ ছিলেন এলাকার স্বনামধন্য খ্যাত ডগ সাহেবের বড় ছেলে। ঘটনার দিন রাতে তিনি নিজ স্ত্রী ও সন্তানদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন, একপর্যায়ে স্ত্রী তাকে উপুর্যপরি কোপাতে থাকেন, এ সময় তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপরে তিনি চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। আলফাডাঙ্গা থানা পুলিশ তার স্ত্রীকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুুতি চলছে।
মোঃআছাদুজ্জামান মিয়া