অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেও নির্বাচনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে নির্দিষ্ট কোনো রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করেননি। তিনি শুধু ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন।”
মির্জা ফখরুল আরও জানান, বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ডিসেম্বরই তাদের কাছে নির্বাচনের ‘কাট-অফ টাইম’ হিসেবে বিবেচিত। অর্থাৎ, ডিসেম্বরের পর কোনো নির্বাচন তারা গ্রহণযোগ্য মনে করবেন না।
দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা আমাদের দলীয় ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী করণীয় ঠিক করবো।”
এই বৈঠকে রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে কোনও কার্যকর সূচি বা পরিকল্পনা না পাওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।