সিলেট
ভারতের মেঘালয় পাহাড় থেকে ধেয়ে আসা ডাউকি নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরে যুগান্তর স্বজনদের নিয়ে বসেছিল পহেলা বৈশাখের মিলন মেলা।
পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষে সোমবার সকালে দৈনিক যুগান্তর সুনামগঞ্জের স্বজনরা মিলিত হয়েছিলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে।
সকাল থেকে দুপুর পর্যন্ত গোয়াইনঘাটের নকশিয়া, সংগ্রাম, নয়া সংগ্রাম খাসিয়া পুঞ্জি, পান বাগান, জুম, তামাবিল, জাফলং চা বাগান, নলজুড়িসহ নানা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ান স্বজনরা।
এরপর খরস্রোতা ডাউকি নদীর তীরে টিলায় বসে স্বজনরা দুপুরের আহার সারেন।
পহেলা বৈশাখকে স্মৃতিময় করে রাখতে বিকালে ডাউকির তীর ছেড়ে আসার পূর্বে স্বজনরা ফটোসেশনে যুক্ত হন।
এদিন স্বজনদের বৈশাখী মিলনমেলায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ, যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, স্বজন সঞ্জয় চন্দ্র সেন, সারোয়ার জাহান,নজির হোসেনসহ তাহিরপুর,সুনামগঞ্জ,সিলেট ও রাজধানী ঢাকা থেকে আসা যুগান্তরের শুভানুধ্যায়ীরা।