কুমিল্লা প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় এবারও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে বসেছে মৎস্য মেলা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রামচন্দ্রপুর উত্তর বাজারে লঞ্চ ঘাট সংলগ্ন ভোর থেকে শুরু হয় এ মৎস্য মেলা।চলে দুপুর পর্যন্ত। নানা শ্রেণির ক্রেতাসাধারণ দূর থেকে
বছরের এই একটি দিন নববর্ষ উপলক্ষে মাছ কিনতে আসেন। মুরাদনগরের মৎস্য ব্যবসায়ী ছাড়াও হোমনা, বাাঞ্ছারামপুর, নবীনগর, দেবীদ্বার থেকে মৎস্যব্যবসায়ীরা মাছ বিক্রি করতে আসেন।
স্থানীয় মৎস্যজীবীদের আয়োজনে বসে এ মৎস্য মেলা। স্থানীয় মৎস্যজীবী অজিত দাস ও কৃষ্মণমোহন দাস মৎস্য মেলা সম্পর্কে বলেন, বৃটিশ আমল থেকে এ মৎস্য মেলা। এবার নববর্ষের প্রথম দিনে না হয়ে ২য় দিনে মেলা বসে।
এতে মৎস্য খামারিদের চাষের মাছ রুই, কাতলা, হাঙ্গেরি রুই, পাঙ্গাস, সিলভার কার্প, ফ্রিগেট ছাড়াও ওঠে বোয়াল, চিংড়ি, টেঙড়া, পাবদা, শোল আরো নানা প্রজাতি মাছের সমারোহ এই মৎস্য মেলায়। ৭/৮ কেজি ওজনের বড় কাতলা দাম কেজি সাড়ে ৫শ’ থেকে সাড়ে ৬ শ টাকা বিক্রি হয়েছে।স্থানীয় মাছ ক্রেতা রেজাউল করিম, ওষুধ ব্যবসয়ী সমীর চন্দ্র মাছ কিনতে বলেন অন্যন্য সময়ের তুলনায় এবার দাম একটু বেশি।বেশি হলেও নববর্ষ উপলক্ষে মাছ ক্রেতারা মাছ কিনে নববর্ষকে উদযাপন করে। ঐতিহ্যবাহী এ মৎস্যমেলায় প্রায় ১৫/২০ লাখ টাকার মাছ বিক্রি হতে পারে বলে মৎস্য ব্যবসায়ীরা জানান।
বার্তা প্রেরক
-শাহ আলম জাহাঙ্গীর
প্রতিনিধি, মুরাদনগর