ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জোর প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন আয়োজনে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান প্রশাসন জানিয়েছে, আগামী মে মাসেই গঠিত হবে নির্বাচন কমিশন এবং একই মাসের মাঝামাঝিতে চূড়ান্ত করা হবে ভোটার তালিকা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ডাকসু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং শিক্ষার্থীদেরও এই নির্বাচনের প্রতি রয়েছে প্রবল আগ্রহ। তাই প্রশাসন এ বিষয়ে আন্তরিকতা ও গুরুত্ব সহকারে কার্যক্রম পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ইতোমধ্যেই নানা প্রস্তুতি নিয়েছে। গত বছরের ডিসেম্বর থেকেই বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি সমন্বিত পরিকল্পনা ও পথনকশা তৈরি করা হয়েছে, যার ভিত্তিতে এগিয়ে যাচ্ছে নির্বাচনী কার্যক্রম।
মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠনের পরপরই দ্রুততার সঙ্গে ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পন্ন করা হবে, যা মে মাসের মাঝামাঝিতে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।
ঢাবি প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব চর্চার নতুন দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে।