শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
বাংলা নববর্ষ বরণে এবার ব্যাপক সাড়া পড়েছে। বঙ্গাব্দ ১৪৩২ কে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাই সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেছে। অন্যরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে নীলফামারীর সৈয়দপুরে নববর্ষের অনুষ্ঠানে সকলে মিলিত হয়েছে। দল মত ধর্ম বর্ণ ভেদ ভুলে নির্বিশেষে সবার উপস্থিতিতে সার্বিক কার্যক্রম প্রানবন্তভাবে সম্পন্ন হয়েছে।
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের বটতলায় উপজেলা প্রশাসন আয়োজন করে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান। এখান থেকে সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার স্কুল প্রাঙ্গণে এসে অনুষ্ঠানে যোগ দেয়।
এতে অংশ নেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার, জামায়াতে ইসলামী উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, পৌর শাখার আমীর শরফুদ্দিন খান, সাংবাদিক শাহজাহান আলী মনন প্রমুখ।
শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংগঠন নানা আয়োজন নিয়ে সামিল হয়। বাংলার নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন অনেকে। এতে তুলে ধরা হয় বাংলার কৃষ্টি কালচার। এর মধ্যে প্রতিবারের মতো নিরাপদ সড়ক চাই এর গরুর গাড়ি গ্রাম বাংলার ঐতিহ্যের স্মারক হয়ে দৃষ্টি কেঁড়েছে।
এছাড়াও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ, পূবালী স্কাউটস বিজ্ঞান ক্লাব, ইন্টারন্যাশনাল স্কুল, লায়ন্স স্কুল ও সানফ্লাওয়ার স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গ্রামীণ প্রেক্ষাপট নিয়ে নানা প্লাকার্ড, যেমন খুশি তেমন সাজো আর ঢোল-তবলাসহ অন্যান্য বাজনার সমাহার এবং তালে তালে নেচে গেয়ে আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ পথচলা অনেক দিন পর সৈয়দপুরবাসীকে উদ্বেলিত করেছে।
শোভাযাত্রা শেষে শুরু হয় সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। একক অভিনয়ও করে ২ জন শিশু। তবে সাহিত্য তথা কবিতা আবৃত্তির কোন আয়োজন ছিলনা। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এম ওমর ফারুক।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে স্কুল মাঠের পশ্চিম প্রান্তে সম্পন্ন হয় বাংলাদেশের জাতীয় ক্রীড়া হা-ডু-ডু খেলা। সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলায় প্রতিযোগী ছিল দুইটি দল। কামারপুকুর উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে বিজয়ী হয় সৈয়দপুর উচ্চ বিদ্যালয় দল।
শেষে বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী। এতে উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজো, সঙ্গীত ও নৃত্যে এবং হাডুডু খেলায় বিজয়ীদের পুরস্কৃত করেন। একইসাথে গত নববর্ষ উপলক্ষে সৈয়দপুর প্রেসক্লাবের পৃষ্ঠপোষকতায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার সেরা ১০ আঁকিয়ের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
এর পাশাপাশি উদীচী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ, লক্ষণপুর স্কুল ও কলেজ, বাঙালিপুর উচ্চ বিদ্যালয়, হাজারীহাট স্কুল ও কলেজ, ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে নববর্ষের অনুষ্ঠানমালার আয়োজন করে।