সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ ।
কিশোরগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে পহেলা বৈশাখের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে বাংলা নববর্ষের আলোচনা ও দুয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ এরশাদ মিয়া।
বিশেষ আলোচক হিসেবে ছিলেন ইফার সহকারী পরিচালক সৈয়দা সাবিহা ইসলাম , ফিল্ড অফিসার ডক্টর মাও মো. কামরুল হাসান। এতে সভাপতিত্ব করেন ইফার উপ পরিচালক মুহাম্মদ মহসিন খান।
ইফার সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার হাফেজ মাও একেএম মস্তোফা কামালের পরিচালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফার মাস্টার ট্রেইনার মাও জসিম উদ্দিন, মাও ওমর ফারুক, প্রকাশনা কর্মকর্তা আবুল কালাম সরকার, মউসিক শিক্ষক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক মাও আমিনুল হক প্রমুখ।
পরে বাংলাদেশ ও জাতির সমৃদ্ধি অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় ইফার কর্মকর্তাগণ,বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।