এস.কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে মানিকগঞ্জ দৌলতপুরে পহেলা বৈশাখ ১৪৩২ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানে সুচনা করা হয়।
সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতপুর উপজেলা চত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেনের নেতৃত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত, বৈশাখের বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।এছাড়া বৈশাখ উপলক্ষে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে ঐতিহ্যবাহী দৌলতপুর সরকারি পি.এস উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে একটি বিশাল ঘড়ি উৎসব আয়োজন করা হয়।