ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ রোববার বিকেলে চৈত্রসংক্রান্তিকে কেন্দ্র করে জমকালো এক সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে উঠেছে মঞ্চ। বিকেল চারটায় শুরু হওয়া এই ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়।
অনুষ্ঠানের সূচনা হয় ৫০ জন ঢুলির একসঙ্গে ঢাক-ঢোল বাজিয়ে পরিবেশনায়, যা শহুরে দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এরপর মঞ্চে আসে একদল লাঠিয়াল, যারা লাঠিখেলার মধ্য দিয়ে তুলে ধরে বাংলার লোকজ ঐতিহ্য।
দিনভর এই আয়োজনে দেশের সমতল ও পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ব্যান্ড অংশ নিচ্ছে। দর্শকরা উপভোগ করবেন ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল এবং স্টোনফ্রির পরিবেশনা। পাহাড়ি সংস্কৃতির প্রতিনিধিত্ব করছে মারমা সম্প্রদায়ের ব্যান্ড চিম্বুক, ত্রিপুরার ইমাং, চাকমার ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ইউনিটি এবং গারো সম্প্রদায়ের এফ মাইনর ব্যান্ড।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সংগঠনটির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। তাঁদের কথায় উঠে আসে সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য রক্ষার গুরুত্ব।