মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘোড়াঘাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনামুখি বাজারে মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া উদয়ধুল এলাকার মৃত মহসিন আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ আবুল হোসেন সকালে নিজের ধানের জমিতে কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের সোনামুখি বাজারে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দিনাজপুরমুখী একটি যাত্রীবাহী বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, নাবিল পরিবহনের কোন একটি বাস আবুল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শী সুত্রে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে নিহতের পরিবার স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছেন। পরে আমাকে জানানো হলে, থানা পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মহাসড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আমরা এখনো বাসটি সনাক্ত করতে পারিনি। নিহতের সুরতহাল করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।