ঝালকাঠি প্রতিনিধিঃ- বিশ্বব্যাপী পালিত হচ্ছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। এর অংশ হিসেবে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো জলবায়ু যোদ্ধাদের অংশগ্রহণে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ও র্যালি। শুক্রবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব এর সামনে
আয়োজক সংগঠন ফ্রাইডেস ফর ফিউচার এর তত্ত্বাবধায়নে ঝালকাঠি ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর নেতৃত্বে সহযোগি সংগঠন ব্রাইর্টাস, ইয়ুথ নেট গ্লোবাল এবং স্থানীয় যুব সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনটি শুরু হয় প্রেসক্লাবের সম্মুখে জলবায়ু যোদ্ধাদের নিয়ে সমাবেশ ও প্রেস কনফারেন্স দিয়ে। এরপর স্লোগান ও প্ল্যাকার্ড হাতে জলবায়ু কর্মীরা একটি র্যালি নিয়ে প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী শতাধিক তরুণ-তরুণী প্ল্যাকার্ড, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান নিয়ে জলবায়ু ন্যায়বিচার এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর দাবি জানান।
এসময় সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত, ইয়ুথ নেট গ্লোবাল জেলা সমন্বয় কারী সাজিদ মাহামুদ, স্নিগ্ধা ভৌমিক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট এর বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাওলাদার রনি গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক – ২০২৫ ঝালকাঠি অর্গানাইজিং টিমের আহবায়ক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি, যুগ্ম-আহবায়ক, মোঃ সাব্বির হোসেন রানাসহ ব্রাইটার্স, ইয়ুথ নেট, ক্যাপস, রিনিউ আর্থ, প্রথমআলো বন্ধুসভা, ঝালকাঠি জেলা কল্যান সমিতি, সিটি ক্লাব ও পাঠাগার, রক্ত কনিকা ফাউন্ডেশন, ভিবিডি, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট, আমরা সবাই রক্তযোদ্ধা, ইয়াস ব্লাড ব্যাংক, ইউনাইটেড ভলান্টিয়ার ফাউন্ডেশন, ইয়াস সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং টিমের আহবায়ক ও ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস) এর সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি
প্রতিবাদী এই কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন কেবল ভবিষ্যৎ প্রজন্মের হুমকি নয়, এটি এখনকার বাস্তবতা। উপকূলের মানুষ, কৃষি, স্বাস্থ্য–সবই হুমকির মুখে।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা আরও বলেন, জলবায়ুর প্রশ্নে এখন আর অপেক্ষা করার সময় নেই। এখনই সময় কার্যকর পদক্ষেপের।