সিলেট ব্যুরো:- সিলেট নগরীতে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নির্ধারণ করে দিয়েছে সিলেট সিটি করপোরেশন। মহানগরের ৩০টি স্থানে এই স্ট্যান্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে। উল্লেখিত ৩০ টি বৈধ স্ট্যান্ড ছাড়া বাকি সকল স্ট্যান্ডই অবৈধ।
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন থেকে মহানগরের আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, ভার্থখলা ক্বীন ব্রীজ সংলগ্ন, বাবলা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্ত্বর, সামাদ চত্ত্বর, শেখঘাট জিতু মিয়া পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, শাহপরান মেইন গেইট, মেজরটিলা ইসলামপুর বাজার, বালুচর পয়েন্ট এম.সি কলেজ ছাত্রাবাস সংলগ্ন, কুশিঘাট, সিলেট এম. এ. জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখে, ধোপাদিঘীরপাড় এম. এ. জি ওসমানী শিশু উদ্যান, কাজিটুলা বাজার, জেল রোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী ওভারব্রীজ সংলগ্ন, ভার্থখলা, চন্ডিপুল, সিরামপুর, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ, সিসিক ২৮ নং ওয়ার্ডের মকন দোকান বাজার, শিববাড়ি বাজার।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, মহানগরের যানজট নিরসনে দীর্ঘ দিন ধরে নানা পরিকল্পনা হাতে নিচ্ছে সিসিক। গত বছর মহানগরের ৩০টি স্থানে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড করার পরিকল্পনা করা হয়। তা কার্যকর হয়েছে।
প্রবণতা
- বৈশাখী আমেজে জয়া আহসান, উৎসবের রং গ্রামের মেলায়
- পবিপ্রবিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- জাতির কাছে ক্ষমা চাইতে হবে প্রথম আলোর: জামায়াত আমির
- খাসিয়াদের গুলিতে নিহতের লাশ ফেরত দিল বিএসএফ
- রুশ হামলায় সুমিতে ৩১ জন নিহত, বিশ্বজুড়ে নিন্দার ঝড়
- নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বাঙালির বর্ষবরণ উৎসব পালিত
- শ্রীমঙ্গলে থাই এলুমিনিয়ামের গুদামঘরে আগুন লাগানোর অভিযোগ
- মানিকগঞ্জের শিবালয় শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলা নববর্ষ