বাংলাদেশ টাগ অফ ওয়ার ফেডারেশনের আয়োজনে পিরোজপুর জেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে ঐতিহ্যবাহী টাগ অফ ওয়ার বা দড়ি টান খেলার এক জমকালো আয়োজন। প্রতিযোগিতায় পাড়েরহাট, বাদুরা, শংকরপাশা ও উমিদপুর এই চারটি দল অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, পাড়েরহাট রাজ্যলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মহিউদ্দিন মল্লিক নাসির, ক্রীড়া সংগঠক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব সাইফুদ্দিন শাহীন গাজী, পারেরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মাওলানা মোস্তফা তালুকদার, বাংলাদেশ টাগ অফ ওয়ার ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও আহব্বায়ক জনাব হাফিজউদ্দিন মুন্না, পিরোজপুর জেলা টাগ অফ ওয়ার কমিটির প্রধান সমন্বয়ক জনাব মশিউর গাজী, টুর্নামেন্ট আয়োজক কমিটির মুখ্য সংগঠক মো: জুম্মান, জনাব মিলন মল্লিক, ছাত্রদল নেতা রানা মল্লিক সহ আরো অনেকে।
প্রতিযোগিতার ফাইনালে টিম শংকরপাশা টিম পারেরহাট কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে ব্যক্তিগত পুরস্কার বিতরণ এর পাশাপাশি চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে প্রাইজ মানি হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টুর্নামেন্টের আয়োজক প্রধান ও বাংলাদেশ টাগ অফ ওয়ার ফেডারেশনের প্রতিষ্ঠাতা হাফিজউদ্দিন মুন্না বলেন, “বাংলাদেশে ২০২৩ সালে নেপাল – বাংলাদেশ প্রীতি টুর্নামেন্টের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী দড়ি টান খেলার সূচনা হয়, যা এখন টাগ অফ ওয়ার নামে বিশ্বব্যাপী পরিচিত এবং জনপ্রিয়। তরুণ প্রজন্ম এই খেলাটিকে দেশব্যাপী ছড়িয়ে দেবে এবং আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহিউদ্দিন মল্লিক নাসির বলেন, আমাদের প্রাচীন ও ঐতিহ্যবাহী এই খেলাটিকে নতুন রূপে আমাদের মাঝে নিয়ে আসার জন্য এবং পৃষ্ঠপোষকতা করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আশা করছি যে পিরোজপুর সহ সারা দেশে খেলাটি ছড়িয়ে পড়বে এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।”
উল্লেখ্য যে, বাংলাদেশ টাগ অফ ওয়ার ফেডারেশন এ বছর আজারবাইজান ও নেপালসহ বেশ কয়েকটা আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে।