মোঃ রেজাউল হক শাকিল
ব্রাহ্মণপাড়া
৫০টি পরিবারের প্রায় ২০০ লোকের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেবার অভিযোগ পাওয়া গেছে৷ ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা দক্ষিণ পশ্চিম পাড়া জলিল সরদার বাড়িতে৷ থানার লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে জলিল সরদার বাড়ির আবু তাহেরের ছেলে ময়নাল হোসেন (৪০) জানান, আমাদের পূর্ব পুরুষের চলাচলের একমাত্র রাস্তা হল বাড়ির পুকুর পাড়ের পশ্চিম পাশের রাস্তাটি ।
কিন্তু গত ৫/৪/২০২৫ ইং শনিবার সকালে উপজেলার বেজুরা দক্ষিণ পশ্চিম পাড়া জলিল সরদার বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ সুরুজ মিয়া (৫৫) , মৃত রহিমের এর ছেলে মোঃ সাইফুল ইসলাম প্রকাশ রুজু মাষ্টার( ৫৮), মৃত রেহান উদ্দিন এর ছেলে তৌহিদ মিয়া (৪২), মোঃ অদুধ(৫০), মৃত আব্দুল রহিম এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৫), মৃত আব্দুল খালেকের ছেলে জহির(৩৫), মৃত আব্দুল রহিম এর ছেলে মোঃ পলাশ (৪০), সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বন্ধ করে দেন৷ অনেক বছর আগে থেকেই তারা আমাদের বাড়ির জায়গা দখর করে আসছে৷ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বিষয়টি সমাদান করার চেষ্টা করলেও তারা মানে নাই৷ বাড়ির বিশাল বড় পুকুরটি তাদের কারনে ১৫-২০ বছর কোন প্রকার মাছ চাষ করতে দিচ্ছে না ।
এ বিষয়ে কোন কিছু বললেই তারা ৫০ টি পরিবারের প্রায় ২০০ লোকের চলাচলে বাধা প্রদান করে আসছিল৷ কিন্তু গত শনিবার তারা আমাদের বাড়ি থেকে বেড় হবার রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়৷ এতে করে এতোগুলো মানুষ এখন বাড়ি থেকে বেড় হবার কোন পথ নেই৷ উক্ত বিষয়ে আমরা যখনই প্রতিবাদ করলে তারা আমাদের ভাই, ভাতিজাদের মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে সামাজিক ভাবে ছোট ও হয়রানি করাচ্ছে৷ চলাচলের রাস্তা বন্ধ বিষয়ে জানতে চাইলে একই এলাকার মৃত আঃ রহিমের ছেলে মোঃ ইকবাল হোসেন বলেন, মোঃ তাহের ছেলে ময়নাল হোসেনসহ আরো অনেকে জোর করে আমাদের ১১ টি গাছ কেটে নিয়ে গেছে৷ আমাদের পূর্ব পুরুষের কবরের মাটি, বাশ, জোরকরে পুকুর দখল, আমাকে কুপিয়ে জখম, আমার মা কে মার ধর এবং ২ বছরের বাচ্চার মাথা ফাটানোর মতো জঘন্য অপরাধ তারা করে আসছে৷ তাই আমরা আমাদের জায়গার নিরাপত্তার জন্য বেড়া দিয়েছি৷ উক্ত বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন বিষয়টি আপনার মাধ্যমে জানলাম৷ অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে৷