হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে মাইক্রোবাসের চাপায় আঞ্জব আলী (৫২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার আনন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জব আলী উপজেলার নারায়ণপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আঞ্জব আলীকে একটি প্রাইভেট মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।