বাংলাদেশে এরইমধ্যে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)। এবার আরও ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে ব্রিকস উদ্যোগে গঠিত এই বহুজাতিক সংস্থা।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিডা চেয়ারম্যান জানান, এবারের চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের মূল লক্ষ্য হলো নেটওয়ার্কিং। সরাসরি বিনিয়োগ আহ্বান নয়, বরং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক গড়ে তোলাই সম্মেলনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, বিনিয়োগকারীরা মূলত দুটি বিষয়ে জানতে চান—বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে এবং যারা ইতোমধ্যে ব্যবসা করছেন তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সঙ্গে, ‘লাল ফিতার দৌরাত্ম্য’ রোধে সরকারের পদক্ষেপ নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন বিনিয়োগকারীরা।
‘ইজ অব ডুয়িং বিজনেস’ বিষয়ে বিডা চেয়ারম্যান বলেন, এখন এই সূচক তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। বরং বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করা হচ্ছে। এক বা দুই বছরের মধ্যে অনেক সমস্যা দূর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এক চীনা কোম্পানির দীর্ঘ তিন বছরের লাইসেন্স জটিলতা প্রসঙ্গে তিনি জানান, ‘সাড়ে তিন বছর ধরে একটি কোম্পানি ঘুরছে—এটা শুনেছি। তবে নাম ও কারণ এক সপ্তাহ পর জানানো যাবে।’
এছাড়া ব্রিকস ব্যাংকের ভাইস প্রেসিডেন্টও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান বিডা চেয়ারম্যান। তিনি বলেন, এনডিবি সরকারি প্রকল্প ছাড়াও হাসপাতাল, হাউজিংসহ সামাজিক অবকাঠামোতে বেসরকারি খাতে ফান্ডিং করতে চায়।
বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী ও শীর্ষ কর্পোরেট প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলনে বড় বড় বাণিজ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বহু কর্পোরেট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।