সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি ঃ
জমি সংক্রান্ত শালিস বৈঠকে শালিসিদের উপস্থিতিতে মারামারির ঘটনায় ২ জন আহত হয়েছে। আহত দুজন হলেন সদরপুর উপজেলার সাড়েসাত রশি গ্রামের মৃত্যু আবুল বিশ্বাসের ছেলে আশিকুর রহমান সিটু (৪৪) অপরজন মৃত্যু খোরশেদ বিশ্বাসের বাড়ির কেয়ারটেকার হাসানুজ্জামান (২৭)। আহতদের প্রথমে সদরপুর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ২ জনকেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৮ (এপ্রিল) মংগলবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাত রশি গ্রামের সৈয়দ বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে,মৃত্যু খোরশেদ আনোয়ার বিশ্বাস ও তার ভাই মৃত্যু আবুল বিশ্বাসের সন্তানদের সাথে দীর্ঘদিন যাবত জমির সীমানা প্রাচির নিয়ে দ্বন্দ চলে আসছে। বিষয়টি সমাধানের উদ্দ্যেশ্যে উভয় পক্ষ ৮ এপ্রিল মংগলবার সকাল সাড়ে ৯ টায় সৈয়দ মানোয়ার হোসেনের বাড়িতে আজিজুল বিশ্বাস, রশিদ বিশ্বাস ও মীর সামাদসহ অন্যান্য সালিসদের উপস্থিতিতে সমাধানের লক্ষ্যে শালিস বৈঠক বসে।
শালিস শুরু হওয়ার আগেই কেয়ারটেকার হাসানুজ্জামান আবুল বিশ্বাসের কন্যার ভিডিও করার উদ্যোগ নিলে উত্তেজনার শুরু হয়। মুহুর্তের মধ্যেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এতে আশিকুর রহমান সিটুর বাম চোখ ও পায়ের গোড়ালী ও কোমরের নীচে মারাত্মক রক্তাক্ত জখম হয় এবং হাসানুজ্জামানের হাতে ও ঘাড়ে আঘাত প্রাপ্ত হন৷ উভয় পক্ষের মারামারিতে হতভম্ব হয়ে যান উপস্থিত শালিস গন।
এই ঘটনায় দুই পক্ষই মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী রশিদ বিশ্বাস জানান, মৃত্যু খোরশেদ আনোয়ার বিশ্বাস ও মৃত্যু আবুল বিশ্বাস উভয়েই আপন ভাই। তাদের সন্তানদের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলে আসছে। আমরা ব্যাপারটি সমাধানের উদ্যোগ নিয়েছিলাম কিন্ত অনাকাংখিত ভাবে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পরে ফলে শালিস বৈঠকটি বন্ধ হয়ে যায়। এতে আমরা মর্মাহত ও অপমানিত হয়েছি বলে জানান তিনি।
মোঃ শেখ ছোবাহান
সদরপুর উপজেলা প্রতিনিধি