রাশিয়ার আদালত মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে জরিমানা করেছে, কারণ তারা সরকারবিরোধী ও সন্ত্রাসী কার্যকলাপের আহ্বান জানানো কনটেন্ট সরাতে অস্বীকৃতি জানিয়েছে। মস্কোর আদালত মঙ্গলবার জানিয়েছে, টেলিগ্রামকে ৭০ লাখ রুবল বা ৮০ হাজার ডলার জরিমানা করা হয়েছে, কারণ এটি চরমপন্থী কার্যকলাপের আহ্বানকারী কনটেন্ট সরানোর জন্য রাশিয়ার সরকারের নির্দেশনা মেনে চলেনি।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের তথ্যে বলা হয়েছে, টেলিগ্রাম যথাযথ পদক্ষেপ নেয়নি, যদিও এর বিপুল সংখ্যক চ্যানেল ও তথ্যসম্পদের মালিক। বিশেষত, টেলিগ্রাম চ্যানেলগুলোতে রাশিয়াকে উৎখাত করতে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান ও ইউক্রেনীয় বাহিনীকে সহায়তা করার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল।
তবে এই বিষয়ে টেলিগ্রামের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিষ্ঠাতা পাভেল দুরভের নেতৃত্বে, প্রায় একশ কোটি ব্যবহারকারী রয়েছে টেলিগ্রামের, যা রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
গত বছর ফ্রান্সে পাভেল দুরভকে জালিয়াতি, অর্থ পাচার ও শিশু যৌন নির্যাতনের ছবি শেয়ার করার অভিযোগে গ্রেফতার করা হয়। কিছু সময় আটক থাকার পর, তিনি গত মার্চে দুবাইয়ে ফিরে আসেন।
4o mini