শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক শিশুসহ হাজার হাজার মুসলিম জনতাকে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতিসংঘের প্রতি। একইসাথে দেশবাসীকে অর্থনৈতিক যুদ্ধের অংশ হিসেবে ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহবান জানানো হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল ওই কর্মসূচি পালন কালে উল্লেখিত দাবি জানিয়েছে। দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক মো. শাহীন আকতার শাহীন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সিহাব ইসলাম, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, জেলা ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন আরাফাত প্রমুখ।
মানববন্ধনে ছাত্রদলের পক্ষ থেকে ধ্বংসযজ্ঞের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তারা আরও বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালিয়ে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। অথচ মানবতার ফেরিওয়ালা বিশ্ব বিবেক নির্লিপ্ত ভূমিকা পালন করছে। আমরা ইসরায়েলী নৃশংসতার ধিক্কার জানাই। অত্যাচারি ইসরায়েলী সেনা কর্তৃক ফিলিস্তিনি জনগনকে হত্যা বন্ধে ইসলামী বিশ্বসহ বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
তারা আরও বলেন, আমরা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছি। এখন থেকে আমরা তাদের উৎপাদিত কোন পণ্য ব্যবহার করবো না। এসব পণ্য বর্জন করে তাদের অর্থনৈতিক মেরুদন্ড আমরা ভেঙে দিব। এসময় বিএনপিসহ ছাত্রদল ও উপস্থিত সৈয়দপুরের সর্বস্তরের জনতা ইসরায়েলী পণ্য বর্জন বর্জন শ্লোগান দিতে থাকে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি আব্দল হাফিজ খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবু, ঢাকাস্থ তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার সরকার রিফাত, সৈয়দপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জয়, ছাত্রনেতা ইমরান আনসারী, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা।
পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। এরআগে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত সৈয়দপুরের সকল কলেজের সামনে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় পর্যন্ত সেখানে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।