ইসরাইলি আগ্রাসনে রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। যুদ্ধের আগুনে পুড়ছে ঘরবাড়ি, হাসপাতাল আর সংবাদকর্মীরাও। সর্বশেষ তথ্যে জানা গেছে, চলমান ইসরাইলি হামলায় গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জন। এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে গাজার সরকারি মিডিয়া অফিস।
আল জাজিরার বরাতে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার (৭ এপ্রিল) ভোরে এক গণমাধ্যম তাঁবুতে ইসরাইলি হামলার পরপরই এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে গুরুতর দগ্ধ হয়ে মারা যান সাংবাদিক আহমেদ মনসুর, যিনি নিহত ২১১তম গণমাধ্যমকর্মী।
গাজার সরকারি মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “এই নিষ্ঠুরতা আর সহিংসতা সাংবাদিকদের নীরব করতে পারবে না।“ পাশাপাশি বিশ্বজুড়ে সাংবাদিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়, যাতে তারা গাজায় সাংবাদিকদের ওপর চালানো এই ধারাবাহিক সহিংসতার প্রতিবাদ জানায়।
বিশেষভাবে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (IFJ), আরব সাংবাদিক ফেডারেশন, এবং বিশ্বের সকল সাংবাদিক সংগঠনকে আহ্বান জানানো হয়েছে এই ‘পদ্ধতিগত অপরাধের‘ নিন্দা জানাতে।
অন্যদিকে, গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সোমবার রাতভর ইসরাইলি বাহিনীর টানা অভিযানে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আহত হয়েছেন বহু মানুষ।
এছাড়া, ইসরাইলি বাহিনী পশ্চিম তীর জুড়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে গ্রেফতার ও উচ্ছেদ করছে, জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
এই সহিংসতা আর মৃত্যু মিছিলের মাঝেও গাজা থেকে উঠে আসছে সাহসী সংবাদকর্মীদের নির্ভীক কণ্ঠ।