মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন জামিন আবেদন করে আত্নসর্মপন করলে নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যেই তিনি মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বার্তাপ্রেরক
প্রবণতা
- ফ্রান্সজুড়ে একযোগে কারাগারে হামলা: মাদকবিরোধী অভিযানে সন্ত্রাসী প্রতিক্রিয়া বলে দাবি সরকারের
- ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ালো হার্ভার্ড: করছাড় বাতিলের হুমকি, ২.২ বিলিয়ন ডলারের ফান্ড ফ্রিজ
- হামাসের অস্ত্র পরিত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চিত
- পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় ৫ জনের রিমান্ড মঞ্জুর
- জবিতে মাদকবিরোধী প্রচারণা ক্যাম্পিং
- নগরকান্দায় ২৩ এসএসসির পরীক্ষার্থী বহিষ্কার
- কবি সাংবাদিক সৌমিত্র দেব টিটু আর নেই
- মুরাদনগরে অবৈধভাবে সয়াবিন মোড়কজাতকরণে অপরাধে ২ লাখ টাকা জরিমানা