শাহ আলম জাহাঙ্গীর
কুমিল্লা প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরাইল বাহিনির বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে অধ্যাপক আবদুল মজিদ কলেজের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসের বটতলায় কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. ফেরদৌস আহমদ চৌধুরী, গণিত বিভাগের
সিনিয়র প্রভাষক মোতাহের হোসেন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা ইসরাইলি বাহিনির আগ্রাসন, গণহত্যা ও বর্বর হামলার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানানো হয়। ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার, মুসলিম উম্মাহ এক হও এক হও, গণহত্যা বন্ধ করো করতে হবে, ফিলিস্তিনের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও ইত্যাদি স্লোগানে স্লোগানে পুরো ক্যাম্পাস ও বাজারের অলিগলি মুখরিত। অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আমিন নগর মোড় হয়ে রামচন্দ্রপুর বাজারের কাচারি প্রাঙ্গনে শেষ হয়। বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ শাহ আলমের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিলটি শেষ হয়।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ভীম চন্দ্র সানা, বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক শেখ মশিউর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রঞ্জিত কুমার দেবনাথ, সমাজ কর্ম বিভাগের প্রভাষক তাহমিনা আক্তার, ইংরেজি বিভাগের প্রভাষক রাকিব হোসেন, রসায়ন বিজ্ঞান বিভাগের সাজ্জাদ হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক
মনিরুজ্জামান, যুক্তি বিদ্যা বিভাগের রফিকুল ইসলাম, শরীর চর্চার শিক্ষক আসমা বেগম প্রমুখ।