মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের চর বাইলজুড়ি বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য ব্যাবসায়ীদের সহযোগীতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।
রবিবার ( ৬ এপ্রিল ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চরবাইলজুরী পঞ্চরাস্তা মোড় নামক এলাকায় ব্রয়লার মুরগি ও গ্যাস সিলিন্ডারের দোকানে এই ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সারে ৯টার দিকে মোঃ আনোয়ার হোসেনের ব্রয়লার মুরগী, বিকাশ লোড, গ্যাস সিলিন্ডার ও পেট্রোলের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে করে সেখানে থাকা দুটি দোকান ঘর পুরে বশিভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের কে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবির।
জিন্নাহ কবির জানান, আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহযোগিতা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, জেলা যুবদল আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক জেলা কৃষকদল সহসভাপতি মাকসুদুর রহমান মাসুদ, জেলা যুবদল যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি, শিবালয় উপজেলা যুবদল আহবায়ক হোসেন আলী, যুব নেতা টিপু, ছাত্র নেতা জিহাদ, অয়ন সহ প্রমূখ।