নূর আলম,নেত্রকোনা,প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচার একাডেমিতে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান,দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং কবি লোকান্ত শাওন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক ও গীতিকার সুজন হাজং, আর সঞ্চালনার দায়িত্বে ছিলেন একাডেমির নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং।
সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ পরিবেশনা উপহার দেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।