লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনার বিচার না হলে সে আবার সুযোগ গ্রহণ করবে এবং যদি আরেকবার সুযোগ গ্রহণ করে আগের চেয়ে বেশি অত্যাচার করবে। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।
বিগত সতের বছর হাসিনার নের্তত্বে যেভাবে অত্যাচার করা হয়েছে, ভোট ছাড়া ক্ষমতায় থেকে দূর্নীতি ও দুঃশাসন তৈরি করা হয়েছে এর বিচার দ্রুত হওয়া দরকার। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে শহরের জেলা মহিলা দলের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আপনাদের চোখের সামনে বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে সেটা দেখেছেন। মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় রেখেছে, আজকে তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
তবুও উনার এখনো যথেস্ট মনোবল ও সাহস আছে। তিনি বলেছেন, তোমরা হাসিনার বিচারের জন্য যদি আন্দোলন না করো। এবং বিচার প্রক্রিয়ার পাশাপাশি সংস্কার প্রক্রিয়া ও নির্বচানী প্রক্রিয়া যদি না করো তাহলে এ দেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। আমাদের প্রত্যাশা দেশে একটা স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হলে মানুষের মনে স্বস্তি আসবে, যে স্বস্তিটা এখনো জনগণের মনে আসেনি।
এছাড়াও তারেক রহমান একটি স্পেশাল ফ্যামিলি কার্ড চালু করার কথা বলেছেন, এ কার্ড পরিবারের গৃহকত্রীর নামে আসবে। সে কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থার জন্য সহযোগিতা ও একটি পরিবারে যতটুকু সুবিধা সব পাওয়া যাবে। এ ধরনের সুবিধাগুলো পেতে হলে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা মহিল দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বার।
প্রবণতা
- উপকূলীয় অঞ্চল পাড়ি দিলেন বাংলার সিআইএসএফ জওয়ান
- সাদুল্লাপুরে গণঅভ্যুত্থানে হতাহতদের সম্মাননা প্রদান
- ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্যে ভারতজুড়ে তোলপাড়, আসাম-মণিপুরসহ বিরোধী দলগুলির তীব্র সমালোচনা
- কলকাতা: রাম নবমী উপলক্ষে সতর্ক পুলিশ, কড়া বার্তা পুলিশ কমিশনার মনোজ ভার্মার
- গুজরাটে বাজি কারখানায় বয়লার বিস্ফোরণ, ১৭ জনের মৃত্যু, আহত আরও অনেকে
- কোয়েটা জেলে ড. মাহরাং বালুচের সাথে দেখা করতে এবং খাদ্য দেওয়া নিষিদ্ধ, অভিযোগ বালুচ ইয়াকজেহতি কমিটির নেত্রীদের স্বজনদের
- কারাচিতে সামি দিন বালুচের মুক্তির দাবিতে সিভিল সোসাইটির আন্দোলন
- চীনে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানালেন শি জিনপিং, মার্কিন বাণিজ্য যুদ্ধের মধ্যে