শাব্বির এলাহী,কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীর উদ্যোগে একশো পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে মরহুম রইছ মিয়া মহালদারের বাড়িতে মধ্যভাগ,বনগাঁওসহ কয়েকটি গ্রামের একশো দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়। মরহুম রইছ মিয়া মহালদারের পুত্র মালদ্বীপ প্রবাসী কমিউনিটি লিডার, তরুণ সমাজসেবক সেলিম মিয়ার অর্থায়নে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সেলিম মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।