মোঃ জাহিদুল ইসলাম,(বরিশাল) প্রতিনিধি:
বাকেরগঞ্জে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭/৩/২০২৫ ইং বৃহস্পতিবার বাদ আসর রতনা আমিন মহিলা কলেজ প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেদওয়ান উল্লাহ শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, উপজেলা কর্ম পরিষদ মজলিসে সুরা সদস্য সাইফুল ইসলাম আল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রভাষক বিপ্লব মিত্র, প্রভাষক শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি আবিদ মাহমুদ সজল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মানিক প্রমূখ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।