ভারতের হরিয়ানার রোহতকে এক যোগব্যায়াম শিক্ষককে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে বন্ধুর সহযোগিতায় এক ব্যক্তি তাকে সাত ফুট গভীর গর্তে ফেলে জীবন্ত কবর দেন।
নিহত যুবক ও ঘটনার বিবরণ
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত যুবক জগদীপ স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে যোগব্যায়ামের শিক্ষক ছিলেন। তিনি সন্দেহভাজন হারদীপের বাড়ির একটি অংশে ভাড়া থাকতেন।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর, কাজ শেষে বাড়ি ফেরার পর হারদীপ ও তার কয়েকজন বন্ধু মিলে জগদীপকে অপহরণ করেন। প্রথমে তাকে বেধড়ক মারধর করা হয়, পরে হাত-পা ও মুখ বেঁধে একটি কুয়োয় ফেলে দেওয়া হয়। এরপর কুয়োর ওপর কাদা চাপা দিয়ে তাকে জীবন্ত কবর দেওয়া হয়।
পুলিশি তদন্ত ও আসামিদের স্বীকারোক্তি
১০ দিন পর, ৩ জানুয়ারি নিহতের পরিবার শিবাজী কলোনি থানায় জগদীপের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ তার মোবাইল কল রেকর্ড বিশ্লেষণ করে হারদীপকে আটক করে। পরে তার বন্ধু ধর্মপালকেও গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার জগদীপের মরদেহ উদ্ধার করে।
এখন পর্যন্ত মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।