সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
কুলাউড়া উপজেলার রুপসা ব্রিক ফিল্ডে অভিযান চালানোর সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম ঘুষ গ্রহণের অভিযোগের মুখে পড়েছেন। ইটভাটার মালিকের অভিযোগ, রিয়াজুল ইসলাম তাকে ছাড়পত্র দেখাতে বলার পর,তিনি কোনো ছাড়পত্র না দেখাতে পারায় ভাটা ভেঙে দেওয়ার হুমকি দেন।
ঘটনার পর,মালিক রিয়াজুল ইসলামকে ম্যানেজ করেন এবং পরিদর্শক দুই লাখ টাকা দাবি করেন। পরে এক লাখ টাকা তাৎক্ষণিকভাবে গ্রহণ করেন এবং বাকি ৩০ হাজার টাকার জন্য একটি ব্যাংক একাউন্ট নম্বর দেন,যা মালিক পরিশোধ করেন।
এ বিষয়ে পরিদর্শক রিয়াজুল ইসলাম দাবি করেছেন,’তিনি ওই টাকা ধার নিয়েছিলেন,কারণ তার ব্যক্তিগত কিছু সমস্যা ছিল।
তবে জানা গেছে যে,রূপসা ইটভাটার গত বছর ছাড়পত্র পেয়েছিল,কিন্তু এ বছর তাদের নতুন ছাড়পত্র দেওয়া হয়নি এবং তারা অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষিত করছে।