উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ২৬ মার্চ বুধবার বিকাল ৪ঃ০০ টার সময় পৌর সদরের শেরে বাংলা বালিকা বিদ্যালয়ে মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, এ সময় উপস্থিত ছিলেন,পৌর যুবদল, পৌর শ্রমিক দল,ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে জুলাই আগস্ট বিপ্লবের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মোঃ মাহফুজুর রহমান মাসুম
উজিত বরিশাল প্রতিবেদক