আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর)
গতকাল মঙ্গলবার, ২৫ মার্চ দিবাগত রাত ১টার সময় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ শ্লোগান লেখার কারণে দু’জনকে গ্রেপ্তার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন – চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।
পুলিশ জানিয়েছে, সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখেছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।