আগামী ৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘সিকান্দার’,এবং তার আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বিপুল সাড়া মিলেছে। ছবিটি যে ব্লকবাস্টার হতে চলেছে, এমন ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে। অগ্রিম বুকিংয়ের মাধ্যমে দর্শকদের উন্মাদনা স্পষ্ট হয়ে উঠেছে। গতকাল থেকে শুরু হওয়া ‘সিকান্দার’ ছবির অ্যাডভান্স বুকিংয়ে মাত্র এক ঘণ্টার মধ্যে ৪০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র হিন্দি ভাষার ২ডি ভার্সনের টিকিট বিক্রি হয়েছে এবং ১.১৩ কোটি টাকার ব্যবসা হয়েছে।
বলিউডের সংবাদ মাধ্যমের মতে, ব্লক বুকিংয়ের মাধ্যমে ছবিটি ইতিমধ্যেই ৫ কোটি টাকার বেশি আয় করেছে। পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অগ্রিম বুকিংয়ের গতিতে ধারণা করা হচ্ছে, দুদিনের মধ্যেই প্রায় সব টিকিট বিক্রি হয়ে যাবে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, শুক্রবারের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ টিকিট বিক্রি হয়ে যাবে।
সিনেবাণিজ্য বিশ্লেষকরা বলছেন, সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দিল্লিতে, যেখানে ২১.৮৪ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। মহারাষ্ট্রে দ্বিতীয় স্থানে রয়েছে ২০.৩৯ লক্ষ টিকিট বিক্রি। ‘সিকান্দর’ ভারতের ৭ হাজার ৯৫২টি স্ক্রিনে প্রদর্শিত হবে। সেন্সর বোর্ড ছবিটির কিছু দৃশ্য কাটছাঁট করেছে, তবে বেশিরভাগ অংশ অপরিবর্তিত রয়েছে।
এটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস ও নাজিওয়াদওয়ালা অ্যান্ড সন্স। ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।