সম্প্রতি পঞ্চগড়ে সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে আলোচনা চলছে, আর এবার সেই আলোচনার অংশ হয়েছেন বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি, শো অফ এবং দরিদ্র মানুষের প্রতিনিধিত্ব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
পিনাকী ভট্টাচার্য বলেন, “রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কী শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে, আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের ৯৫% মানুষের প্রাইভেট গাড়ি নাই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি, তাহলে আমি সেই ৫% এর প্রতিনিধি। আমি সেই ৫% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করবো?”
পিনাকী বলেন, “যদি আমি সত্যিকার অর্থে দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই, তবে আমাকে তাদের জীবনকে সেলিব্রেট করতে হবে।” তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, “জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি, লড়াইকে অভিবাদন করেছিলো এক রিকশাওয়ালা। সারা দেশ আপ্লুত হয়েছিলো সেই ছবি দেখে।”
পিনাকী আরও বলেন, “যদি আমি সারজিস হই, আমি ওই রিকশাওয়ালাকে নিয়ে শো-ডাউন করতাম। উনাকে ওই স্যালুট দেয়া অবস্থায় রিকশায় দাঁড়িয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা কী কাব্যিক মহাপ্রবেশ হতো সারজিসের রাজনীতিতে।”
এভাবেই পিনাকী তার স্ট্যাটাসের মাধ্যমে রাজনৈতিক শো অফ এবং দরিদ্র মানুষের প্রতি সঠিক প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরেছেন।