স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে এ উপজেলায় গৃহীত কর্মসূচি গুলোর মধ্যে ছিলো, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সকাল ৬ টায় মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহিদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং সকাল ৭ টায় রাজারচরে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন। সকাল ৯ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসি সমন্বয়ে কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী। সকাল ১১ টায় উপজেলা পরিষদ দরবার হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সবংর্ধনাসহ দিনব্যাপী নানান আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার