স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৩হাজার নেতাকর্মীরা এ ইফতার মাহফিলে অংশগ্রহনে করেছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফরিদপুর-৪ আসনের ভাংগা, সদরপুর, চরভদ্রাসন তিনটি উপজেলা অত্যান্ত অবহেলিত। আমি তারেক রহমানের নির্দেশে এখানে রাজনীতি করতে এসেছি। আমি আপনাদের পাশে থেকে মানুষের ও এলাকার উন্নয়নে কাজ করবো। সতের বছর আমরা অনেক লড়াই করেছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। ভোটের অধিকার ও গণতন্ত্র প্রসঙ্গে তিনি আরো বলেন, গণতন্ত্র ভোটের অধিকারের জন্য। যেই গনতন্ত্রের জন্য এত মানুষ আত্যহুতি দিলো, সেই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া নির্যাতিত হলো। আমরা এতো মানুষ নির্যাতিত হইলাম সেই গণতন্ত্র আমরা কিন্তু এখনো পাই নাই। তিনি হুশিয়ারী দিয়ে বলেন, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে দখলদারিত্ব, চাঁদাবাজি, বালুকাটা এসব আমি হতে দেবো না।
সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান বদুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ভাংগা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমসহ সদরপুর উপজেলার নেতৃবৃন্দরা।
তানভীর তুহিন
স্টাফ রিপোর্টার