বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি.
আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুলাই গনঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ এর নেতৃবৃন্দরা। শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তৃতা দেন ওয়ারিয়র্স অফ জুলাই জেলা কমিটির আহ্বায়ক মো. সাইমুন সাকিব, যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুল্লাহ, সদস্য সচিব হাসান রেজা, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল, মুখ্য সংগঠক মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ, মুখপাত্র সিয়াম হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন,‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি, দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তা কখনও মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে আওয়ামীলীগের দ্বারা সংঘটিত সকল অন্যায়, হত্যা, গুমের বিচার নিশ্চিত করতে হবে এবং অতিদ্রুত তাদের নিষিদ্ধ ঘোষনা করতে হবে।’
প্রবণতা
- যশোরে সাড়ে চার কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক
- ঋণ করে হলেও একটু ঘি খান : ফরিদা আখতার
- যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ
- বর্তমান সময়েও রয়েছে ‘এজিদি মানসিকতা’: ব্যারিস্টার শাহেদুল আজম
- জয়পুরহাটে এনসিপি’র পথসভা: “নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না”:নাহিদ ইসলাম
- জয়পুরহাটে নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেব না: নাহিদ ইসলাম
- কাপাসিয়ায় ১০দিনে তিনটি খুনের ঘটনা, আতঙ্কে এলাকাবাসী
- কয়েকশত গাড়ির বহর নিয়ে ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিসের সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ